স্বাধীন হোস্টিংয়ের পথচলা

International Security Organization
ISO/IEC 27001 হল একটি আন্তর্জাতিক মানদণ্ড যার মূল কাজ হলো ডেটা নিরাপত্তা প্রদান করা। স্ট্যান্ডার্ডটি মূলত 2005 সালে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (ISO) এবং ইন্টারন্যাশনাল ইলেক্ট্রোটেকনিক্যাল কমিশন (IEC) দ্বারা যৌথভাবে প্রকাশিত হয়েছিল এবং 2013 সালে সংশোধিত হয়েছিল।
প্লেক্সাস ২০০৫ সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর মধ্য দিয়ে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি তে যাত্রা শুরু করে। পরবর্তীতে বেসিসের সদস্যপদ লাভ করে। আমাদের বেসিস সদস্য পদ: GE-18-11-965
সার্টিফিকেট লিংকBangladesh Association of Call Center and Outsourcing
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO) আইসিটি সেক্টরের একজন ফ্রন্ট লাইন সৈনিক হিসেবে প্রধানমন্ত্রীর 'ডিজিটাল বাংলাদেশ ভিশন' অর্জনে সরকারের সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ISPAB – Internet Service Providers Association of Bangladesh
আইএসপিএবি হচ্ছে বাংলাদেশের সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একটি সংগঠন। যার কাজ হচ্ছে দেশের অর্থনীতি ও সমাজের সুবিধার্থে সাশ্রয়ী মূল্যের মধ্যে ইন্টারনেট সেবা নিশ্চিত করা।
BTRC - Bangladesh Telecommunication Regulatory Commission
বিটিআরসি হলো বাংলাদেশের একটি স্বাধীন কমিশন, যা বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ এবং টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণের নিমিত্তে কাজ করে থাকে।
APNIC - Asia Pacific Network Information Centre
একটি অলাভজনক সংস্থা, যার প্রাথমিক ভূমিকা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আইপি অ্যাড্রেস বিতরণ এবং পরিচালনা করা
IIG - International Internet Gateway
আইআইজি এর কাজ হচ্ছে আন্তর্জাতিক ডেটা ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা। উদাহরণস্বরূপ আপনি বাংলাদেশ থেকে অন্য কোন দেশে গেলে আপনার যেমন এয়ারপোর্টে ট্রানজিট নিতে হয়।
তেমনি ভাবে আপনি যখন দেশে বসে বাহিরের সাইট যেমন ইউটিউব ফেসবকু ভিজিট করছেন তখন আপনার কিন্তু একটা ইন্টারন্যাশনাল ট্রানজিট লাগবে এই কাজটা আইআইজি অপারেটরগুলো করে থাকে।
BDIX - Bangladesh Internet Exchange
BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে থাকে যার মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই তাদের ঐ সার্ভার থেকে যেকোনো ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করে নিতে পারবেন । যেসব সার্ভার বা নেটওয়ার্ক এই ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট এর সাথে যুক্ত রয়েছে, সেসব সার্ভার বা নেটওয়ার্কের আওতাভুক্ত হোস্টিং BDIX হোস্টিং নামে পরিচিত। BDIX হোস্টিং প্রধান সুবিধা হচ্ছে এই সার্ভারে হোস্ট করা সাইট বাংলাদেশী ইউজারদের।
● BDIX Hosting এর সুবিধাগুলো কি কি?
● দেশিয় টার্গেটর্গে করা সাইট গুলির জন্য বেস্ট।
● লেটেন্সি কম থাকে বিধায় খুব দ্রুত রাওটিং হয়।
● প্রতিটা ইন্টারনেট প্রভাইডার এমনকি মোবাইল অপারেটর গুলিতে ও বিডিআইএক্স এর এক্সট্রা bandwidth Speed থাকে, যেমন গ্লোবাল ৩০ এমবিপিএস থাকলে ও বিডিআইএক্স ১জিবিপিএস পর্যন্ত থাকে। যেই জন্য খুব দ্রুত সাইট
কন্টেন্ট লোড হয়। মুহূর্তেই সাইট আপনার সামনে চলে আশে।
● ধরুন আজকে গ্লোবাল ইন্টারনেট যেকোনো কারনে সমস্যা, কিন্তু আপনার বিডিআইএক্স হোস্টিং এ রাখা সাইট স্বাভাবিক থাকবে। স্বাভাবিক স্পীড এই ভিজিট হবে।